নিজস্ব প্রতিবেদক ::
বৃহস্পতিবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরে এই প্রকল্পের অনুদান চুক্তি গ্রহণ অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুইডেন সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা সিডার অর্থায়নে নেওয়া এই প্রকল্প বাংলাদেশের পরিবেশ ব্যবস্থাপনায় একটি বড় সংযোজন হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং ঢাকাস্থ সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও সহযোগিতা প্রধান মারিয়া স্ট্রিডসম্যান। তাঁরা প্রকল্পের অনুদান চুক্তিতে সই করেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, ৫০ লাখ সুইডিশ ক্রোনার ব্যয়ে পরিচালিত এই প্রকল্প তিনটি উপাদানের ভিত্তিতে বাস্তবায়িত হবে। এর আওতায় জাতীয় অভিযোজন পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণকে সামঞ্জস্যপূর্ণ করার কাজ করা হবে। তৈরি করা হবে নজরদারি পরিকল্পনা ও প্রশিক্ষণ কর্মসূচি। এছাড়া বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
সোনাদিয়া দ্বীপসহ দেশের বিভিন্ন পরিবেশগত সংকটাপন্ন এলাকায় উন্নত তদারকি ও পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম চালানো হবে। এর আওতায় ম্যানগ্রোভ বন পুনঃস্থাপন, বালিয়াড়ি স্থিতিশীলকরণ, কচ্ছপের প্রজনন কেন্দ্র স্থাপন এবং প্রাথমিক পরিবেশগত মূল্যায়ন করা হবে। এসব কার্যক্রমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গঠন করা হবে ভিলেজ কনজারভেশন গ্রুপ।
এছাড়া প্রকল্পের অধীনে গঠিত হবে দেশের প্রথম ‘ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ফান্ড’। এর মাধ্যমে বিপন্ন প্রজাতি সংরক্ষণ ও মানব-প্রাণী দ্বন্দ্ব হ্রাসে দীর্ঘমেয়াদি অর্থায়নের কাঠামো গড়ে তোলা হবে, যা সরকারি বাজেটের ওপর নির্ভরতা কমাবে। ট্রাস্ট ফান্ড গঠনের আগে একটি বিস্তৃত স্কোপিং স্টাডি ও অংশীজন পরামর্শ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুবনা ইয়াসমিন, অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী এবং সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ ব্যাকস্ট্রম প্রমুখ।