ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. বিনোদন
  10. মি‌ডিয়া
  11. মু‌ক্তিযুদ্ধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সা‌হিত‌্য

আহত জুলাইযোদ্ধাদের ডিএমপি কমিশনারের ৫ মিনিটের আলটিমেটাম

বার্তা কক্ষ
জুন ৩০, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক::

নির্ধারিত ৩০ কার্যদিবস শেষ হলেও জুলাই ঘোষণাপত্র না দেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। এ সময় আহত জুলাইযোদ্ধাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার জন্য ৫ মিনিটের আলটিমেটাম দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে জুলাইযোদ্ধারা যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন। আন্দোলনকারীদের অনুরোধ করার পর সরে না যাওয়ায় উপস্থিত হন ডিএমপি কমিশনার।
ক্ষুব্ধ আহত জুলাইযোদ্ধারা বলেন, ‘ফায়ার করে দেন ৫ মিনিট সময় দেওয়ার দরকার নাই।
’ তখন ডিএমপি কমিনার বলেন, ‘সেটা আপনাদের ব্যাপার।’ তিনি পুলিশ সদস্যদের বলেন, ‘উঠায়ে দিয়ে দাও।’এ সময় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের বলেন, ‘ভাই সরকার তো তোমার, তুমি তার বিরুদ্ধে যাবে কেন।’ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমাদের সব জানা আছে, কিচ্ছু করার নাই। কিন্তু আমি এখানে বসে থাকতে দেবো না।
ডিএমপি জানায়, সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সন্নিকটে কতিপয় ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেআইনি সমাবেশ শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উল্লেখ্য, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে যা এখনো বলবৎ রয়েছে।এতদসত্ত্বেও উল্লিখিত এলাকায় কতিপয় ব্যক্তি কর্তৃক বেআইনি সমাবেশের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারীকৃত গণবিজ্ঞপ্তি মেনে চলার জন্য এবং বর্ণিত বিষয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি