নিজস্ব প্রতিবেদক ::
বেষ্টগ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের চৌধুরীকে ধানমন্ডি ২৭ নম্বরে আটক করেছে মব জনতা। জানা যায়, বিভিন্ন সময়ে কাদের চৌধুরীর মালিকানাধীন বেষ্ট গ্রুপ নির্মিত ফ্লাট মালিকদের ইন্ধনে জনতা তাকে আটক করে। টাকা উদ্ধারের চেষ্টা চালায়। মুলত যারা ফ্লাটের টাকা পরিশোধের পরও ফ্লাট বুঝে পায়নি। সেই ফ্লাট বুঝে না পাওয়া ক্রেতাদের একটি গ্রুপের সাথে অন্য পাওনাদাররা একত্র হয়ে রাত ৮টার দিকে তার গতি রোধ করে। এসময় কাদের চৌধুরী তার অফিসে যোগাযোগ করতে বললে জনতা চড়াও হয়। এসময় পাওনাদারদের সাথে সাধারণ মানুষ যোগ দিলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। ধানমন্ডি ২৭ নম্বরের সাম্পান ও মোঘল হোটেলের সামনে ব্যাপক জটলার সৃষ্টি হয়। জনতা তার গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। ও তাকে মারধর করতে উধ্যত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনা বাহিনী পৌছে যায়। মারমুখি জনতা কাদের চৌধুরীর গাড়ি ভাংচুর করার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী মব জনতাকে নিবৃত করে। এসময় স্থানীয় বাড়ি মালিক সমিতির সভাপতি নিজে মধ্যস্থতা করে কাদের চৌধুরীকে ১০ নম্বর সড়কের ৫১ নম্বর বাড়িতে নিয়ে বসে ঘটনা মিমাংসা করার প্রস্তাব দেন। কাদের চৌধুরী সে বাড়িতে যেতে অস্বীস্কৃতি জানান এবং বলেন পাওনাদাররা সঠিক ডকুমেন্টস প্রদর্শন করলে তিনি তাদের পাওনা পরিশোধ করে দেবেন। কিন্তু পাওনাদার ও উপস্থিত জনতা কাদের চৌধুরীকে ঘটনাস্থলেই পাওনা পরিশোধ করতে বলেন। না করলে উঠিয়ে নিয়ে যাবার হুমকি দেয়। এক পর্যায়ে তাকে ধরে নেবার চেষ্টা করলে সেনা বাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে পুলিশ গাড়িতে করে ধানমন্ডি থানা হেফাজতে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানা হেফাজতে ছিলেন।