নিজস্ব প্রতিবেদক::
টক শোতে অনেকে বলেন কিছুই হচ্ছে না। কিন্তু তাদের বলব, দেখার জন্য চোখ থাকা লাগে বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু বিল্ডিং মানেই সব না। ভেতরে ভেতরে অনেক কাজ করা হয়েছে। অনলাইনে অনেক সেবা মিলছে।
সোমবার (৩০ জুন) সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ভেতরে ভেতরে অনেক কাজ করা হয়েছে। অনলাইনে অনেক সেবা মিলছে। অনেক ক্ষেত্রে বিশ্বব্যাংক বা আইএমএফ সহায়তা করছে মানে তাদের কথা মতো করা হচ্ছে তা নয়, নিজেদের প্রয়োজনেই করা হচ্ছে।’
আন্দোলন যা হওয়ার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করুক সবাই, এটাই প্রত্যাশা।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি