ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. বিনোদন
  10. মি‌ডিয়া
  11. মু‌ক্তিযুদ্ধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সা‌হিত‌্য

শান্ত ও মুশফিকের সেঞ্চুরিতে গলে প্রথম দিনটি বাংলাদেশের

বার্তা কক্ষ
জুন ১৭, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক ::

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো ছিল না। ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। কিন্তু নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ‍জুটিতে পুরো দৃশ্যপটই বদলে যায়। দিন শেষে এই দুই ব্যাটারের অপরাজিত সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ২৯২ রানে মাঠ ছেড়েছে টাইগাররা।

টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেছেন অধিনায়ক শান্ত। ২০২ বলে ১১টি চার ও এক ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। আর দিন শেষে ২৬০ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১৩৬ রানে অপরাজিত থাকেন। তারপর সেঞ্চুরির দেখা পান অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তিনি ১৭৬ বলে ৫টি চারে টেস্টের ১২তম শতক করেন। শেষ পর্যন্ত ১০৫ রানে প্যাভিলিয়নে যান। চতুর্থ উইকেটে এই জুটি ৪৪৩ বলে ২৪৭ রান তুলে অপরাজিত আছে।

আজ মঙ্গলবার গলে সকালে ইনিংসের সূচনা করেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। তবে স্কোরবোর্ডে ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন বিজয়। ১০ বল খেলে শূন্য রানেই ফিরতে হয় তাকে। এরপর পঞ্চাশের আগেই ফেরেন আরও দুই ব্যাটার।

শুরুতে বেশ দেখেশুনেই খেলছিলেন এনামুল হক বিজয়। আসিথা ফার্নান্ডোর করা পঞ্চম ওভারের তৃতীয় বলটি ছিল অফ স্টাম্পের কিছুটা বাইরে। ভালো লেংথের সেই বল খেলতে গিয়ে স্লিপে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দুজনে খেলতে থাকেন দেখেশুনে। তবে ভুল করে বসেন সাদমান ইসলাম। থারিন্দু রথনায়েকের বল খেলতে গিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ১৪ রান।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শান্তকে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। থারিন্দু রথনায়েকের কলা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে থাকা সিলভার হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার।

সাজঘরে ফেরার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৯ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৮। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

এর আগে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি