ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. বিনোদন
  10. মি‌ডিয়া
  11. মু‌ক্তিযুদ্ধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সা‌হিত‌্য

ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

বার্তা কক্ষ
জুন ১২, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দিয়া বিশ্বাস ::

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদের বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন। এএনআই’র প্রতিবেদন অনুসারে, বিমানটিতে ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, কর্মকর্তাদের ‘তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম’ পরিচালনা করার এবং ‘যুদ্ধকালীন ভিত্তিতে’ ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, বিমানবন্দরের বাইরে মেঘানী নগর নামক একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন বলেছেন, গভীর দুঃখের সাথে আমি নিশ্চিত করছি যে, আহমেদাবাদ লন্ডন গ্যাটউইক-এ পরিচালিত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আজ একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে।

তিনি বলেন, এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য হল সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা।

আনিশা/এবিসিএল প্লাস/ এবিসিটি/ মুবা/সিডি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি