ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. বিনোদন
  10. মি‌ডিয়া
  11. মু‌ক্তিযুদ্ধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সা‌হিত‌্য

তদন্ত কর্মকর্তার অপরাগতায় আট শিক্ষাপ্রতিষ্ঠান তদন্তে গ‌ড়িম‌সি

বার্তা কক্ষ
জুন ১, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের তদন্তের ভার দেওয়া হয়েছে মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. বশির উদ্দিন খানের ওপরে। কিন্তু কোনো এক অজানা কারণে পাঁচ মাস পর অবসর ও শারীরিক সমস্যার খোঁড়া যুক্তি দেখিয়ে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন অধ্যক্ষ বশির।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে কোন এক অজানা কারণে তদন্ত কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সরকারি কলেজের অধ্যক্ষ মো. বশির উদ্দিন খান।গত ২৪ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে তিনি ব্যক্তিগত ও শারীরিক সমস্যা কথা বলে অব্যাহতির এই আবেদন করেন।জানা যায়, শিক্ষক নিয়োগে দুর্নীতি, ভর্তি বাণিজ্য, বাধ্যতামূলক কোচিং, অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এসব অভিযোগের মধ্যে ময়মনসিংহের মুক্তাগাছার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। তাই এই ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের তদন্তের ভার দেওয়া হয়েছে মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. বশির উদ্দিন খানের ওপরে। কিন্তু কোনো এক অজানা কারণে পাঁচ মাস পর অবসর ও শারীরিক সমস্যার খোঁড়া যুক্তি দেখিয়ে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন অধ্যক্ষ বশির। এ নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে নানা কানাঘুষা চলছে বলে জানা গেছে।

অব্যাহতি চেয়ে আবেদনে তিনি জানান, গত বছরের ২৪ ডিসেম্বর থেকে মুক্তাগাছা উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে আছি। ব্যক্তিগত ও শারীরিক সমস্যার কারণে আমি তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি কামনা করছি।

মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে তিনি আরও বলেন, তদন্তের দায়িত্ব পরিচালনার কারণে আমার সফলভাবে চাকরিকাল শেষ করতে পারা নিয়ে আশঙ্কার সৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক সহায় হলে আর মাত্র ৭ মাস সরকারি চাকরি করতে পারবো। তারপর অবসর। তাই আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি