ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. বিনোদন
  10. মি‌ডিয়া
  11. মু‌ক্তিযুদ্ধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সা‌হিত‌্য

কু‌ষ্টিয়ার কৃ‌তি সন্তান মেজর জেনা‌রেল আবুল হাসনাত

বার্তা কক্ষ
এপ্রিল ৭, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। তিনি লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত । এই নিয়োগের আগে তিনি ১৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেট এরিয়া এরিয়া কমান্ডার ছিলেন। তিনি বর্ডার গার্ডস বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাশারের জন্ম ১৯৭০ সালের ২৭ আগস্ট পূর্ব পাকিস্তানের কুষ্টিয়া জেলার  থানাপাড়ায়, বর্তমানে বাংলাদেশ।

তার পিতার নাম ওয়া‌রেস হো‌সেন যি‌নি কু‌ষ্টিয়া মুস‌লিম হাই সকু‌লের প্রধান শিক্ষক ছি‌লেন। তারা দুই ভাই এক বোন। কু‌ষ্টিয়ার কৃ‌তি।সন্তান হি‌সে‌বে বর্তমা‌নে সেনা বা‌হিনী‌তে পদস্থ কর্মকর্তা হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কেরিয়ার

১৯৮৯ সালের ২৩ জুন, বাশার ২০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কর্পসে কমিশন লাভ করেন। 

১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত, বাশার জাতিসংঘের ইরাক-কুয়েত পর্যবেক্ষণ মিশনে দায়িত্ব পালন করেন । 

বাশার ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত সুদানে আফ্রিকান ইউনিয়ন মিশনের সদর দপ্তরে দায়িত্ব পালন করেছিলেন। 

২০১৫ সালে বাশার বাংলাদেশ বর্ডার গার্ডের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

বাশার ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি-৩) ছিলেন । ৯ মে ২০২৩ তারিখে, তিনি লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি