ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতি’র প্রকৌশলী লাঞ্চিতের অভিযোগে মানববন্ধন কর্মসুচি

বার্তা কক্ষ
জুন ১১, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর পল্লীবিদ্যুৎ সমিত’র জুনিয়র ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) মো.আব্দুল আলীমকে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।সোমবার ১১জুন বিকেলে পবিস কার্যালয়ের সামনে জামালপুর পল্লীবিদ্যুত সমিতি’র কর্মকর্তা-কর্মচারিদের ব্যানারে এ কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,জামালপুর পবিসের সদর দপ্তরে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার মো: আব্দুল আলীম মোল্লা জামালপুর পবিসের আওতাধীন শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমির জন্য হাজরাবাড়ি ৩৩ কেভি লাইন নির্মাণের মালামাল গ্রহণের জন্য ক্ষমতাপত্র প্রাপ্তির জন্য নির্বাহী প্রকৌশলী,আরইবি, জামালপুর অফিসে যায়।পরে তিনি তার অফিসিয়ালী কাজের ব্যাপারে আরইবি’র নির্বাহী প্রকৌশলী শাহজালাল নির্ঝরকে অবহিত করলে পবিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো.আব্দুল আলীমকে লাঞ্চিত করেন। এতেও ক্ষান্ত না হয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি জাহান্নামে যাক” মর্মে প্রতিষ্ঠানকে অপদস্ত করে  নির্বাহী প্রকৌশলী (এসওডি), আরইবি, জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী  শাহজালাল নির্ঝর।তিনি কটূক্তি করে বলেন, জামালপুর পল্লীবিদ্যুত সমিতির লোক আমার কক্ষে যেন অনুমতি ছাড়া না প্রবেশ করে এবং কক্ষথেকে  থেকে তাদের বের হয়ে যাওয়ার কথাও বলেন। 
জামালপুর পবিসের কর্মকর্তা ও কর্মচারীগণ সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর সমিতি বিদ্বেষী এহেন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং অপমান-অপদস্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতি’র বিভিন্ন পদেন কর্মকর্তা- কর্মচারীরা সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী(এসওডি), মো: শাহজালাল নির্ঝর, আরইবি, জামালপুরকে  অনতিবিলম্বে প্রত্যাহার এবং শাস্তি দাবি জানান। নচেত ওই নির্বাহী প্রকৌলীর বিরুদ্ধে বৃহত আন্দোলনে নামার হুশিয়ারী দেন জামালপুর  পবিসের কর্মকর্তা-কর্মচারিরা। এ ব্যাপারে আরইবি প্রকৌশলী শাহজালাল নির্ঝর  বলেন,আমি তিন চিল্লা দিয়েছি,আমি মানুষের সঙ্গে খারাপ আচারন করতি পারিনা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি