ঢাকাশুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. বিনোদন
  10. মি‌ডিয়া
  11. মু‌ক্তিযুদ্ধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সা‌হিত‌্য
আজকের সর্বশেষ খবর

মহারাজের বিরুদ্ধে ১০৭৯ কোটি টাকা আত্মসাতের মামলা

বার্তা কক্ষ
এপ্রিল ১৮, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

‌নিজস্ব প্রতি‌বেদক ::

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে এক হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এ সংক্রান্ত পৃথক ৮ মামলায় পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীসহ ২৭ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলা হিসাবরক্ষণ অফিসের জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোহাসীন, এসএএস সুপার মাসুম হাওলাদার, নজরুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার আলমগীর হাসান ও পিরোজপুর এলজিইডি অফিসের হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান। তাদেরকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

দুদক জানায়, আসামিদের বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভিন্ন ভিন্ন প্রকল্পের কাজ না করে মোট এক হাজার ৭৯ কোটি চার লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলায় মেসার্স হরিনপালা ট্রেডার্সের মালিক ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ-সদস্য মহিউদ্দীন মহারাজ, পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান, সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারসহ ২৭ জনকে আসামি করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি